বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

বিরামপুরে শহিদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুরে শহিদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশ করেছেন জামায়াতে ইসলামির দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা। সোমবার (৭ অক্টোবর) উপজেলার বিরামপুর সরকারি কলেজের অডিটোরিয়াম  হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমির আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামির রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা নায়েবে আমির ড. এনামুল মুহাদ্দিস, জামায়েত ইসলামির  জয়পুরহাট জেলা আমির ড. ফজলুর রাহমান সাঈদসহ অনেকে।

মতবিনিময় সভা শেষে শহিদ হওয়া ৩ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেন জামায়াতে ইসলামির রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল ও পরিচালক মাওলানা আবদুল হালিম।

টিএইচ